অন্যান্য

দোয়া চাইলেন সিএমপি কমিশনার মাহাবুবর রহমান, আশংকা সব সময়ই ছিল

করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা সবসময়ই ছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমানের। এমন পরিস্থিতিতে নিজেকে কতই বা নিরাপদ রাখা যায়- এমন ভাবনাও পোষণ করতেন সিএমপি’র প্রধান এই অভিভাবক।

মঙ্গলবার (৯ জুন) ১১টার পর নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে করোনায় আক্রান্ত হওয়ার আগে কেমন উপসর্গ ছিল তা জানিয়ে স্ট্যাটাস দেন চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণ রোধে প্রশংসনীয় ভূমিকা পালনকারী সিএমপির শীর্ষ এই কর্মকর্তা।

স্ট্যাটাসে তিনি লিখেন-
‘এ রকম একটি আশংকা সব সময়ই ছিল।
কত আর নিজেকে নিরাপদে রাখা যায়…

বৃহস্পতিবার রাতে জ্বর আসে- ১০১ ডিগ্রী।
শুক্রবার দুপুরের পর, আবার রাতে।
শনিবার দুপুরের পর আবারও জ্বর- তীব্রতা কখনই ছিল না- সর্বোচ্চ ১০১ ডিগ্রী- খারাপ লাগাটাও সেরকম নয়।

এর পর থেকে আর জ্বর, গলা ব্যথা, কাশি কিছুই নেই….
এর মধ্যে টেষ্ট এবং পজিটিভ।
চাঙ্গা আছি মানসিকভাবে….
সৃষ্টিকর্তার কাছে যা ভালো, আমার কাছেও তাই…
শুধু দোয়ার প্রার্থনা …..

প্রসঙ্গত, সোমবার রাতে ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে সিএমপি’ কমিশনার মো. মাহাবুবর রহমানের করোনা টেস্টের ফলাফল পজিটিভ আসে। তিনি বৃহস্পতিবার থেকেই নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসভবনে আইসোলেশনে ছিলেন।

মো. মাহাবুবর রহমান ব্যক্তিগত জীবনে এক কন্যা ও দুই পুত্র সন্তানের জনক। স্ত্রীসহ তার পরিবারের অন্যদের করোনা রিপোর্ট নেগেটিভ বলে জানা গেছে। সূত্র: চট্রগ্রাম প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *