অন্যান্য

দেশে ২৪ঘন্টায় আরো ২৬৬৬জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪৭

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬৬৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছে ৪৭জন।

রবিবার(১২জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক (প্রসাশন) অধ্যাপক নাসিমা সুলতানা।

এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৩৫২ জনে।

মৃতদের মধ্যে ৩৬ জন পুরুষ, ১১ জন নারী। গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ২৩ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৫৮০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৯৩ হাজার ৬১৪ জনে।

দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। সাধারণ ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *