অন্যান্য

দেশে দেড় মাসে ২৪ ঘণ্টায় সবচেয়ে কম মৃত্যু

দেশে দেড় মাসে ২৪ ঘণ্টায় সবচেয়ে কম মৃত্যু।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১৭ জনের মৃত্যু হয়েছে।  এ তথ্য জানানো হয় সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে। এর আগে রোববার ১৩৯, শনিবার ১২০, শুক্রবার ১৪৫, বৃহস্পতিবার ১৫৯, বুধবার ১৭২ ও মঙ্গলবার ১৯৮ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই দেশে করোনায় মৃতের সংখ্যা প্রথমবারের মতো ২০০ ছড়ায়। মৃত্যুর সংখ্যা
১৩ আগস্ট ২শর নিচে নামা শুরু করে।

এদিকে, বিশ্বজুড়ে করোনা ভাইরাসে কমেছে
দৈনিক মৃত্যুর সংখ্যা। একইসঙ্গে করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যাও আগের দিনের তুলনায় কমেছে।

ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে ৮ হাজার ২৬৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। অর্থাৎ আগের দিনের তুলনায় প্রায় ৪০০ মৃত্যু কমেছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪৪ লাখ ৪৪ হাজার ৩৮৪ জনে পৌঁছেছে।

দেশে দেড় মাসে ২৪ ঘণ্টায় সবচেয়ে কম মৃত্যু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *