দুইশ বছরের ইতিহাসে প্রথমবার ঈদের জামাত হয়নি শোলাকিয়ায়

দুইশ বছরের ইতিহাসে  উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ঐতিহাসিক শোলাকিয়া ময়দান ঈদে প্রথমবারের মত মুসল্লি শূন্য । আজ সোমবার (২৫ মে)  ঈদের দিনে ময়দানটিতে  সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি যদিও এবার করোনার সংক্রমণ না থাকলে ঈদুল ফিতরের ১৯৩তম ঈদের জামাত আদায়ের কথা ছিল। প্রতিবছর এই মাঠে দেশের সবচেয়ে বড় ঈদের জামাতে লাখ লাখ মুসল্লি অংশ নেয়।

শোলাকিয়ায় ঈদের জামাত না হলেও জেলা শহরে ঐতিহাসিক শহীদী মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা শামসুল ইসলাম। আজ সোমবার সকাল ৮টা ও ৯টায় এ মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হয়। সেখানে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মুসল্লিরা নামাজ আদায় করেছেন বলে জানা গেছে।

Leave a Comment