ঢাকা বিভাগে করোনার তাণ্ডব: একদিনে শনাক্ত ৮ হাজার

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৭ জন মারা গেছেন। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৫২১ জনে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ১৫ হাজার ১৯২ জন। এ নিয়ে করোনায় মোট শনাক্তের সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জন। সোমবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এই ১৫ হাজারের মধ্যে প্রায় ৮ হাজার রোগী শনাক্ত হয়েছেন শুধু ঢাকা বিভাগে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯৫৩ জন রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই ৭ হাজার ৯৫৩ জনের মধ্যে ঢাকা মহানগরে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৪০ জন, কিশোরগঞ্জে ১৭৫ জন, মাদারীপুরে ৯৩ জন, মানিকগঞ্জে ১৬৯ জন, মুন্সীগঞ্জে ৩০ জন, ফরিদপুরে ১১৭ জন, গাজীপুরে ২৫৭ জন, গোপালগঞ্জে ১৩২ জন, রাজবাড়ীতে ১৭৫ জন, শরীয়তপুরে ১৩১ জন, নারায়ণগঞ্জে ১৮১ জন, নরসিংদীতে ২৪০ জন, এবং টাঙ্গাইলে শনাক্ত হয়েছেন ২১৩ জন।

এদিকে গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪৭ জন। একদিনে এত মৃত্যুও আর দেখেনি বাংলাদেশ। এই ২৪৭ জনের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৭২ জন। তাদের মধ্যে ঢাকা মহানগরে মারা গেছেন ৩৬ জন; কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলায় মারা গেছেন ৬ জন করে; মাদারীপুরে ৫ জন; রাজবাড়ীতে ৩ জন ফরিদপুর, নারায়ণগঞ্জ ও শরীয়তপুরে ১নজন করে; গাজীপুরে ৯ জন;

গোপালগঞ্জ এবং টাঙ্গাইল জেলায় মারা গেছেন ৬ জন।

Leave a Comment