অন্যান্য

জয়ী হলে চট্টগ্রামকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলব: রেজাউল করিম

আমি জয়ী হলে চট্টগ্রামকে একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে কাজ করবো। সবাইকে সঙ্গে নিয়ে একটি বসবাসযোগ্য, মা’দক ও স’ন্ত্রা’সমুক্ত নগরী গড়তে কাজ করবো জানিয়ে, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রামবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। নির্বাচনে যদি জয়ী হতে পারি তাহলে মানুষের পাশে থাকবো। চট্টগ্রামে উন্নয়নের যে ধারা অব্যাহত রয়েছে তা আরও এগিয়ে নিতে কাজ করবো।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় পুরাতন রেল স্টেশন চত্বরে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। দলীয় মনোনয়ন পাওয়ার পর আজ প্রথমবার তিনি ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন। তার আগমন উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ।

রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আমাদের প্রয়াত নেতা জহুর আহমেদ চৌধুরী, এম এ হান্নান, এম এ মান্নান, বীর মুক্তিযোদ্ধার মহিউদ্দিন চৌধুরীকে চট্টগ্রামের মানুষ যেভাবে স্মরণ করে ও তাদের পদাঙ্ক অনুসরণ করে আমিও সেই পথেই এগিয়ে যেতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই আস্থার মর্যাদা রক্ষা করবো।’

তিনি আরও বলেন, আমরা অনেকে নৌকার প্রার্থী হতে চেয়েছি। মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন তারা সবাই যোগ্য ছিলেন। শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখেছেন। আমি শেখ হাসিনার প্রতিনিধি, এটা ছাড়া আর কিছু নয়। অর্থ-বিত্তের প্রতি আমার কোনও আগ্রহ নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *