জনতার গনধো’লাইয়ে ডাকা’ত নি’হত

পেকুয়ায় জনতার গনধো’লাইয়ে জামাল হোসেন (৩৫) নামের এক ডাকা’ত নি’হ’ত হয়েছে। এ ঘটনায় আরো দুই ডাকা’তকে জনতা গনধো’লাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।

বুধবার সকাল ১০টায় উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া সাপেরগাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গণধো’লাইয়ে নি’হত জামাল হোসেন ওই ইউনিয়নের সাপেরগাড়া এলাকার মৃত আলমগীরের ছেলে। আ’হতরা হল একই এলাকার নাজিম উদ্দিনের ছেলে কাউসার (২৫) ও বারবাকিয়া ইউনিয়নের পাহাড়ীয়াখালী এলাকার নুরুল ইসলামের ছেলে নাছির হোসাইন।

বর্তমানে আহ’ত’রা পুলিশ হেফাজতে পেকুয়া সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে কাউসারের অবস্থা আ শং’কাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে ডাকা’তদলের গু’লিতে সাপের গারা এলাকায় মালয়েশিয়া প্রবাসী যুবক নুরুন্নবী নি’হত হন। একই ঘটনায় নুরুন্নবীর মা হাজেরা বেগম ও ছোট ভাই মোজাম্মেল গু’লিবি’দ্ধ হয়েছেন। ডাকা’তদলের এলোপাতাড়ি গু’লিতে তারা হতা’হত হয়েছেন। এদিকে বিক্ষুদ্ধ জনতা সকালে জড়িত তিন ডাকা’তকে গনধো’লাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় জামাল হোসেন গনপি:টুনিতে মা’রা যান।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুল আজম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জনগণের গনপি’টুনীতে এক ডাকা’ত নি’হত হয়েছে। এছাড়াও দুই ডাকা’তকে আ’টক করে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Leave a Comment