চট্টগ্রাম মেডিকেলে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসকের মৃত্যু

করোনারভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরিফ হাসান নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার জ্বর এবং সর্দি-কাশি ছিল। গতকাল শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এই চিকিৎসকের মৃত্যু হয়। মৃত চিকিৎসক আরিফ হাসান একজন প্রাইভেট প্র্যাকটিশনার ছিলেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের ৪৯তম ব্যাচের ছাত্র। নগরীর পাহাড়তলীতে নিজস্ব চেম্বারে আরিফ রোগীদের চিকিৎসা সেবা দিতেন।

চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম জানান, সপ্তাহখানেক ধরে তার জ্বর ছিল। কিন্তু করোনার উপসর্গ থাকার পরেও তিনি করোনা টেস্ট করাননি। শুক্রবার রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে একটি বেসরকারি ক্লিনিকে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে আনা হয়। আইসিইউতে নেয়ার আধা ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজন এবং উপসর্গ নিয়ে দুজনসহ মোট চারজন চিকিৎসক মৃত্যুবরণ করলেন।

Leave a Comment