চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এটলির ইন্তেকাল, নমুনা সংগ্রহ

চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলি মারা গেছেন।

মঙ্গলবার গভীর রাতে নগরীর ও আর নিজাম রোডে মেডিকেল সেন্টার নামের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

৬০ বছর বয়সী এটলি কয়েকদিন ধরে জ্বর-কাশিতে ভুগছিলেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ হয়। তবে করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়নি।

মেডিকেল সেন্টারের পরিচালক ডা. রজত বড়ুয়া বলেন, “রাত ১০টার দিকে যখন উনাকে হাসপাতালে আনা হল, তখন তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল।

“উনাকে তখন আইসিইউতে নেওয়া হয়। সেখানে উনার কার্ডিয়াক এরেস্ট হলে ভেন্টিলেটরে দেওয়া হয়। রাত ১২টার পর তিনি মারা যান।”

পরিবারের সদস্যদের বরাত দিয়ে নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বলেন, চার দিন আগে এটলির জ্বর আসে।

“জ্বর ওঠানামা করছিল। গতকাল দুপুরে জ্বর কমে যায়, সন্ধ্যার দিকে আবার ওঠে। গতকাল উনার কাশির সাথে রক্তও গিয়েছিল।”

এরপর রাতে কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী ও পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ঈসা মো. দুলালের ইন্তেকালের খবর পেয়ে এটলি আরও ‘আপসেট’ হয়ে পড়েন এবং অসুস্থ বোধ করতে থাকেন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানান ফারুক।

তিনি বলেন, এটলির হৃদরোগও ছিল। গতবছরও একবার তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।

কাজী মাহবুবুল হক চৌধুরী এটলির বাসা নগরীর সদরঘাট পুরাতন কাস্টমস এলাকায়।

ছাত্র অবস্থায় রাজনীতিতে যুক্ত হওয়া এটলিকে চট্টগ্রামে শ্রমিক আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে বিবেচনা করা হয়।

নব্বইয়ের স্বৈরা চার বিরো ধী আন্দোলন, এসএসএ পোর্ট বিরোধী আন্দোলনসহ ঘাট শ্রমিক, বন্দর শ্রমিকসহ বিভিন্ন খাতের শ্রমিক আন্দোলনে এটলি ছিলেন সামনের কাতারে।

চট্টগ্রামের রাজনীতিতে তিনি মহানগর আওয়ামী লীগের প্রয়াত নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছিলেন।

শফিকুল ইসলাম ফারুক বলেন, “তিনি আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সাথী। তিনি শ্রমিকদের দাবি আদায়ে সবসময় সোচ্চার ছিলেন।”

এটলির ইন্তেকালে শোক জানিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “উনাকে হারিয়ে আমাদের অপূরণীয় ক্ষতি হল।”

সিটি মেয়র ও নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, “৯০ ও ৯৬ এর শ্রমিক আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন এটলি। তার মরণে আমরা একজন নিবেদিতপ্রাণ সংগঠককে হারালাম।”

কাজী মাহবুবুল হক চৌধুরী এটলি দুই সন্তানের জনক।

বুধবার সকালে নগরীর চৈতন্য গলি নগর বাইশ মহল্লা কবরস্থানে তাকে দাফন করা হয়।

Leave a Comment