চট্টগ্রামে লকডাউনে ‘কঠোর’ থাকবে প্রশাসন

চট্টগ্রামে লকডাউনে ‘কঠোর’ থাকবে প্রশাসন

করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে ২৮ জুন সোমবার থেকে সীমিত পরিসরে বৃহস্পতিবার(১ জুলাই) থেকে কঠোর লকডাউন আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

চট্টগ্রামে সরকারী বিধিনিষেধ যথাযথ ও কঠোরভাবে পালনে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট মাঠে থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।

শনিবার(২৬ জুন) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন।

তবে কঠোর লকডাউন করোনা সুরক্ষার জন্য হলেও কারো কারো জন্য ভোগান্তি মনে করছেন নগরবাসী।

চট্টগ্রাম সিভিল সার্জনের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২১৬ জনের। এ সময়ে মৃ’ ত্যুবরণ করেছেন ৩ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৫৭ হাজার ৩৭০ জন। যার মধ্যে এ পর্যন্ত নগরে ৪৬৭ জন এবং উপজেলায় ২০৭ জনের মৃ’ ত্যু হয়েছে।

করোনা প্রাদূর্ভাব রক্ষা পেতে সবাইকে সরকারী নিয়ম মানার আহ্বান জানান চট্টগ্রামের জেলা প্রশাসক।

Leave a Comment