অন্যান্য

চট্টগ্রামে মাল্টিফ্যাস্টেড ল্যাবে ডাকাতির অভিযোগ

চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার প্রগতি হাউজের তৃতীয় তলায় মাল্টিফ্যাস্টেড ল্যাবে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯ টায় অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা দরজা খুলে ভিতরে প্রবেশ করে ল্যাবের জরুরি বহিঃগমন দরজা ভাঙা দেখতে পায়।

মূল দরজায় কলাপসিবল গেট থাকায় ভিতরে ঢুকতে না পেরে ডাকাতরা বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ভিতরে প্রবেশ করে। ৮ জুলাই রাতে এটি ঘটতে পারে বলে জানান মাল্টিফ্যাস্টেড ল্যাবের হেড অব এডমিন কামরুল ইসলাম।

জানা যায়, ল্যাবের প্রতিটি রুমে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকায় ডাকাতরা প্রথমেই সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ল্যাবের হেড অব এডমিন কামরুল ইসলাম দি ফিন্যান্স জানান, দুর্বৃত্তরা আমাদের ল্যাবে প্রবেশ করে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, মুল্যবান যন্ত্রপাতি, মনিটর ও ল্যাপটপ নিয়ে গেছে। তিনি আরও বলেন, ঘটনাটি চট্টগ্রামের ডবলমুরিং থানাকে জানানো হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে ডবলমুরিং থানার ওসি সুদীপ কুমার দাশের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত সম্পূর্ণ অটোমেটিক ল্যাবটিতে আমদানি ও রপ্তানিকৃত পন্যের গুনগত মান পরীক্ষা করা হয় বলে জানা যায়। ল্যাব সংশ্লিষ্টরা জানান, ল্যাবটি যেসকল অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা সজ্জিত করা হয়েছিল তা এশিয়ার মধ্যে হাতে গোনা দুয়েকটি ল্যাবে রয়েছে।

সূত্র: চট্রগ্রাম প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *