চট্টগ্রামে ভবন নির্মাণে কিশোর চাঁদাবাজদের বাধা, হাতেনাতে ধরা ৫ ‘কিশোর’

চট্টগ্রামে ভবন নির্মাণে কিশোর চাঁদাবাজদের বাধা,
হাতেনাতে ধরা ৫ ‘কিশোর’।

চট্টগ্রামের লালখান বাজার এলাকায় চাঁদাবাজির সময় কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ৪৪ হাজার টাকা জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- মো. আরিফ হোসেন প্রকাশ লোকমান (২৭), মো. হৃদয় (২০), মো. শুক্কুর (২১), মো. আরিফ (১৯) ও মো. মীর হোসেন (১৯)।

শনিবার (২২ অক্টোবর) দুপুর ১টায় তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নুরুল আবছার।

তিনি বলেন, লালখান বাজার এলাকায় একব্যক্তি বাড়ি নির্মাণ করতে গেলে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে না চাইলে তিন দিনের মধ্যে চাঁদা দিতে হুমকি দেয় তারা। কিন্তু তিনি চাঁদা না দিয়ে নির্মাণ কাজ শুরু করলে তারা শ্রমিকদের মারধর করে কাজ বন্ধ করে দেয়।

গতকাল র‌্যাব অভিযান চালিয়ে দুপুর ১টায় কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ৪৪ হাজার টাকা জব্দ করা হয়েছে। আটকদের খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও সংবাদঃ চট্টগ্রামে ভবন নির্মাণে কিশোর চাঁদাবাজদের বাধা, হাতেনাতে ধরা ৫ ‘কিশোর’।

Leave a Comment