অন্যান্য

চট্টগ্রামে বেসরকারি ল্যাব শেভরনে করোনা পজিটিভ, ইম্পেরিয়ালে নেগেটিভ!

রায়হান সোবহান। চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক ছাত্র। শরীরে উপসর্গ না থাকলেও গত ২৫ জুন করোনা পরীক্ষার জন্য চট্টগ্রাম নগরীর বেসরকারি ল্যাব শেভরন ডায়াগনস্টিক সেন্টারে নমুনা দেন। দুইদিন পর ২৮ জুন তার করোনা পরীক্ষার ফলাফল ‘পজিটিভ’ আসে। ফলাফলে সন্দেহ হওয়ায় গত ৩০ জুন নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে ফের নমুনা দেন তিনি। এবার ফলাফল আসে ‘নেগেটিভ’। ৩ দিনের ব্যবধানে দুই হাসপাতালের করোনার ফলাফলে বিস্ময় প্রকাশ করেছেন তিনি।

রায়হান সোবহান বলেন, শেভরন ২৮ জুন আমাকে জানালো আমি করোনা পজেটিভ। ৩০ জুন আমি আমার পরিবারের আরো ২ সদস্যসহ ৩ জন ইম্পেরিয়াল হাসপাতালে নমুনা পরীক্ষা করি। গত ১ জুলাই ইম্পেরিয়াল হাসপাতাল বলছে আমরা তিনজনই করোনা নেগেটিভ। এখন আমি কোন্ রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা করাবো আর কোন রিপোর্ট সত্য বলে ধরে নেবো?’

তিনি আরও বলেন, ‘আপাতত আমি ডাক্তারের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা চালাচ্ছি। এক সপ্তাহ দেখে পরবর্তীতে অন্য ব্যবস্থা নেবো।’

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, ‘এমনটা হতে পারে। ভাইরাল লোডের ওপর নির্ভর করবে এটা। আবার কারিগরি ত্রুটির কারণেও হতে পারে। তবে ল্যাব এক্সপার্টদের সাথে কথা বললে বিস্তারিত জানা যাবে।’ সুত্রঃ চট্টগ্রাম প্রতিদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *