চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৬১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও ১জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ মে) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৭৯০টি নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ৫০ জন এবং উপজেলার ১১ জন। করোনাভাইরাসে নগরে ১ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে চট্টগ্রামে মোট ৫১ হাজার ৭৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫৭৭ জনের।

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৩৪টি নমুনা পরীক্ষায় ১৫জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৪৮টি নমুনা পরীক্ষায় ১০জনের, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ২৯টি নমুনা পরীক্ষায় ৪জনের, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২২টি নমুনা পরীক্ষায় ১১জনের, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৪৯টি পরীক্ষায় ১৬ জনের, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৮টি নমুনা পরীক্ষায় ৫জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাব ও জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) নমুনা পরীক্ষা করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *