চট্টগ্রামের সাইফ পাওয়ারটেক বিভিন্ন হাসপাতালের জন্য ১শ টি অক্সিজেন সিলিন্ডার দিল

করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিআইটিআইডি ও আন্দরকিল্লা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য অক্সি মিটারসহ ১০০টি অক্সিজেন সিলিন্ডার দিলেন শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্টান সাইফ পাওয়ারটেক।

আজ রবিবার ( ৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি’র হাতে অক্সিজেন সিলিন্ডারগুলো তুলে দেন সাইফ পাওয়ারটেক’র পক্ষে ইঞ্জিঃ মেজর (অব.) হুমায়ুন কবির।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. মিজানুর রহমান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. বদিউল আলম, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, বিআইটিআইডি’র পরিচালক ডা. এম এ হাসান চৌধুরী ও সাইফ পাওয়ারটেক’র কর্মকর্তাবৃন্দ।

দেশের ক্রান্তিলগ্নে চট্টগ্রামের করোনা রোগীদের সুচিকিৎসায় অক্সিজেন সিলিন্ডার প্রদানের জন্য সাইফ পাওয়ারটেককে ধন্যবাদ জানান বিভাগীয় কমিশনার। সূত্র: পূর্বকোণ

Leave a Comment