চট্টগ্রামের সন্তান সৈয়দা সারওয়ার জাহান রাবার বোর্ডের চেয়ারম্যান

চট্টগ্রামের বাংলাদেশ রাবার বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন অবসরে যাওয়া অতিরিক্ত সচিব সৈয়দা সারওয়ার জাহান। রাবার চাষ ও রাবার শিল্পের বিকাশ ও উন্নয়নে কাজ করে এই বোর্ড।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ আদেশ কার্যকর হবে।

চট্টগ্রামে ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নে জন্ম নেওয়া সারওয়ার জাহানের স্বামী প্রয়াত মুক্তিযোদ্ধা ও লেখক শওকত হাফিজ খান রুশ্নি।

সর্বশেষ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান থাকাকালে ২০১৯ সালের ডিসেম্বর মাসে অবসরে যান সৈয়দা সারওয়ার জাহান। তারও আগে তথ্য ও প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন সময়ে তিনি চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *