চট্টগ্রামের জিয়া করোনা উপসর্গে মারা গেলেন আমেরিকায়

আমেরিকার নিউইয়র্কে করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন উত্তর আমেরিকা চট্টগ্রাম সমিতির সভাপতি আব্দুল হাই জিয়া (৫০)।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় নিউইয়র্ক অঙ্গরাজ্যের মাউন্ট সিনাই হাসপাতালে (কুইনস এসটোরিয়া) মারা যান তিনি।

আব্দুল হাই জিয়ার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়ায় হলেও তিনি পরিবার নিয়ে নিউইয়র্কে বসবাস করতেন। তার বাবার নাম আবদুল আজিজ। আমেরিকায় তার বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলে জানা গেছে।

জানা যায়, কিছুদিন ধরে তিনি করোনা উপসর্গে ভুগছিলেন। একসপ্তাহ আগে তিনি স্ট্রোক করেন। চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে হাসপাতাল থেকে বাসায় ফিরে আসেন তিনি। এর কয়েকদিন পর তার শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি করানো। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এই বিষয়ে আব্দুল হাই জিয়ার বন্ধু ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী দেলোয়ার হোসেন বলেন, তিনি চট্টগ্রামের মানুষকে খুবই সমাদর করতেন। সাতকানিয়ার নিজ এলাকায় মসজিদ-মাদ্রাসাসহ অনেক সামাজিক কার্যক্রম করেছেন তিনি। তার মরদেহ দেশে আনার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান হাজী দেলোয়ার হোসেন।

Leave a Comment