চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসিইউ থেকে ৪ ঘন্টায় বের হল দুটো লাশ

চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় চার ঘন্টার ব্যবধানে দুই জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং অন্যজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

শুক্রবার (১২ জুন) চিকিৎসাধীন দুজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব।

জানা যায়, করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন নগরীর অক্সিজেন এলাকার বাসিন্দা ৬৫ বছর বয়সী পুরুষ। চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। করোনার উপসর্গের পাশাপাশি ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এ রোগীর মৃত্যু হয়েছে।

মারা যাওয়া অপর রোগী নগরীর হাজারী লেইন এলাকার বাসিন্দা। তিনি করোনা আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালে ভর্তি হন। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হাইপারটেনশনে ৫৮ বছর বয়সী এ রোগী মারা যান।

জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব জানান, ‘জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে অক্সিজেন এলাকার ৬৫ বছর বয়সী রোগীটির মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে এবং ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালে ভর্তি হন। রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত বিকাল ৫টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। অন্যদিকে হাজারী লেইন এলাকার অপর রোগী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।’ সূত্র: চট্রগ্রাম প্রতিদিন

Leave a Comment