অন্যান্য

ঘন কুয়াশায় চট্টগ্রামে ফ্লাইট নামা বন্ধ

ঘন কুয়াশার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ৬টি ফ্লাইট নামতে পারেনি। পরে ফ্লাইটগুলো ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়।

আজ রবিবার সকাল ৯টা পর্যন্ত শাহ আমানতে দৃষ্টিসীমা কমে তা ৬০০ মিটারে পৌঁছায়। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছেন, ফ্লাইট নামানোর জন্য কমপক্ষে দরকার ৮০০ মিটার। এ কারণে কয়েকটি ফ্লাইট নামতে পারেনি বিমানবন্দরে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মাহমুদ আকতার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মাহমুদ আকতার হোসেন গণমাধ্যমকে বলেন, সকালে দোহা থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজ, মাসকাট থেকে আসা একটি ও দুবাই থেকে আসা বিমান বাংলাদেশের ফ্লাইট শাহ আমানতে নামতে না পেরে শাহজালাল বিমানবন্দরে চলে গেছে।

এ ছাড়া শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইটটি কয়েক ঘণ্টা ধরে চট্টগ্রামের আকাশে অপেক্ষা করছে। এটি সকাল সাড়ে ৭টায় নামার কথা ছিলো। প্লেনটিতে পর্যাপ্ত জ্বালানি রয়েছে। যদি এখানে নামতে না পারে তবে সেটিও ঢাকা চলে যাবে।

শনিবার রাত ৯টায় চট্টগ্রামে ভিজিবিলিটি শূন্যে নেমে আসে। তাই শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া, ইউএস বাংলার একটি ডমেস্টিক ও একটি ঢাকা-চট্টগ্রাম-মাসকাট রুটের ফ্লাইট চট্টগ্রামে নামতে না পেরে ঢাকা চলে গেছে বলে জানান মাহমুদ আকতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *