গুরুতর অসুস্থ জনপ্রিয় কণ্ঠশিল্পী হায়দার হোসেন

গুরুতর অসুস্থ জনপ্রিয় কণ্ঠশিল্পী হায়দার হোসেন।

হাসপাতালে ভর্তি আছেন জনপ্রিয় সুরকার হায়দার হোসেন। গায়কের স্ত্রী নুসরাত জাহান জানান, আজ মঙ্গলবার (৭ জুন) সকালে ডায়াবেটিসজনিত জটিলতা নিয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে এই শিল্পীকে। কয়েক বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন ৫৮ বছর বয়সী এ গায়ক।

হায়দার হোসেনের ডায়াবেটিসজনিত জটিলতা রয়েছে বলে জানান, গায়কের স্ত্রী নুসরাত জাহান। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ সকালে ডায়াবেটিস বেড়ে যাওয়ায়।

তিনি  আরও জানান, চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি আছেন। দুই-তিন দিন এখানে থাকতে বলেছেন। তবে দুপুরের পর থেকে ডায়াবেটিস স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে বলে জানান তিনি। এর আগে সকালের দিকে অসুস্থতাবোধ করলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেয়া হয়।

১৯৭৯ সাল থেকে তিনি সংগীত পেশার সাথে সম্পৃক্ত। বিখ্যাত সুরকার আলম খানের সঙ্গে প্লেব্যাক গিটার বাজাতেন তিনি এবং এরপর পপ সম্রাট আজম খান এর সঙ্গে কাজ করতেন। হায়দার হোসেন মূলত সমাজ, মানবতা ও দেশ এর প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিষয় গুলো নিয়ে গান করে থাকেন।

তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, গিটারবাদক এবং কী-বোর্ড বাদক ।  কর্মজীবন শুরু করেন তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে একজন বিমান প্রকৌশলী হিসেবে।

Leave a Comment