দাগনভূঞা

করোনা রেড জোন হিসেবে চিহ্নিত হতে পারে দাগনভূঞায়

ফেনীর- দাগনভূঞায় আজও নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯ জন। এই নিয়ে মোট আক্রান্ত ৭৬ জন। ফেনীর ৬ টি উপজেলার মধ্যে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২৫৫ জন, যার মধ্যে ৭৬ জন। দাগনভূঞা উপজেলার। হটস্পট বা রেডজোন সাধারণত যে এলাকায় ৪০ বা তার বেশি আক্রান্ত সে সব এলাকাকে ধরা হয়। সে হিসেবে দাগনভূঞা উপজেলাকে রেডজোন হিসেবে ধরা যায়।

আজ দাগনভূঞা উপজেলায় নতুন করে পূর্বচন্দ্রপুর ইউনিয়নের ১২ জন, দাগনভূঞা পৌরসভায় ৪ জন, ইয়াকুব ইউনিয়নে ২ জন,এবং জায়লস্কর ইউনিয়নে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ফেনী জেলার মধ্যে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সবচেয়ে বেশি নমুনা সংগ্রহ করেছে ৬৩৩ টি যার মধ্যে ৫২৪ টির ফল পাওয়া গেছে। উপজেলা ইউনিয়ন ভিত্তিক করোনা আক্রান্ত ও শনাক্ত সংখ্যা সিন্দুরপুর ২ জন। রাজাপুর ১২ জন। – পূর্বচন্দ্রপুর- ১৮জন। রামনগর – ১ জন। ইয়াকুবপুর – ৮ জন। দাগনভূঞা সদর – ৫ জন। মাতুভূঞা -১ জন। জায়লস্কর – ৪ জন। দাগনভূঞা পৌরসভায় ২৩ জন এবং অন্যান্য ২ জন। দাগনভূঞায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৬ জন যার মধ্যে সুস্থ হয়েছে ১০ জন। আক্রান্তের কেউই এখন পর্যন্ত মৃ ত্যুবরণ করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *