অন্যান্য

করোনা মোকাবেলায় হেলথ সেন্টার বানাচ্ছে বিএনপি

করোনা হেলথ সেন্টার বানাচ্ছে বিএনপিকরোনা মোকাবিলায় দলের জেলা কার্যালয়গুলোকে হেলথ কেয়ার সেন্টার হিসেবে গড়ে তুলতে যাচ্ছে বিএনপি। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে দলের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ উদ্যোগের কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু।

গত বছর দুই কোটি মানুষের কাছে বিএনপি সাহায্য পৌঁছে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবারও আগের মতোই ব্যবস্থা নিয়েছি। প্রতিটি জেলায় আমাদের দলের অফিসে হেলথ সেন্টার করার ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ থাকবে।

আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিটি জেলা অফিসে এই হেলথ সেন্টার প্রতিষ্ঠা করা হবে জানিয়ে টুকু বলেন, এরইমধ্যেই এই কাজ বেশ কয়েকটি জেলায় শুরু হয়ে গেছে।

ইকবাল হাসান অভিযোগ করেন, দরিদ্র মানুষকে আর্থিক সাহায্য ও খাবার সহায়তা দিতে কোথাও গেলে আমরা প্রশাসনের থেকে বাধাপ্রাপ্ত হই।

তিনি বলেন, আমরা যে যা পারি সীমিত সামর্থের মধ্যে মানুষজনকে সহযোগিতার ব্যবস্থা করেছি। একটা বিরোধী দল হিসেবে এত কষ্টের মধ্যেও আমরা করোনা রোগীদের পাশে আছি এবং কাজ করে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *