অন্যান্য

করোনা নিয়ন্ত্রণে থাইল্যান্ডে কারফিউ জারি

করোনা নিয়ন্ত্রণে থাইল্যান্ডে কারফিউ জারি। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে হিমশিম খাওয়া থাইল্যান্ড সরকার এবার রাজধানী ব্যাংককসহ দেশের নয়টি প্রদেশে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। আজ শুক্রবার (৯ জুলাই) এক বৈঠক শেষে করোনাভাইরাস টাস্কফোর্সের সরকারি এক কর্মকর্তা এ ঘোষণা দেন। আগামী সোমবার (১২ জুলাই) থেকে কারফিউ চালু হবে। সূত্র: দ্য ব্যংকক পোস্ট।

রাত নয়টা থেকে ভোর চারটা পর্যন্ত সাত ঘণ্টার কারফিউসহ বেশ কিছু কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞায় বলা হয়েছে, লোকজনকে ঘরে থেকেই কাজ করতে হবে, অপ্রয়োজনে বের হওয়া নিষেধ।

সুপারমার্কেট, রেস্টুরেন্ট, ব্যাংক, ফার্মেসি ও ইলেকট্রনিকস স্টোরস খোলা থাকতে পারলেও অন্য সব দোকান বন্ধ থাকবে। আর মলগুলো রাত আটটার মধ্যে বন্ধ করতে হবে। পাঁচজনের বেশি মানুষ একত্র হতে পারবে না। রাত নয়টা থেকে গণপরিবহন বন্ধ থাকবে।

দেশটিতে আজ শুক্রবার সর্বশেষ পাওয়া তথ্যে বলা হয়, নতুন করে ৯ হাজার ২৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং ৭২ জনের মৃত্যু হয়েছে। গত এপ্রিল থেকে দেশটিতে করোনার তৃতীয় ঢেউ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *