করোনার কিট কিনতে ২০ লাখ টাকা দেবে সাকিব ফাউন্ডেশন

করোনাভাইরাস সংক্রমণ রোধে এগিয়ে এসেছেন বাংলাদেশের শীর্ষ ক্রিকেট তারকা সাকিব আল হাসান। নিজের তৈরি সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে তিনি ২০ লাখ টাকার কিট সরবরাহ করবেন। এতে সহায়তা করবে কনফিডেন্স গ্রুপ।

নিজের ফেসবুক পেইজে এ তথ্য জানিয়ে দেশসেরা এ ক্রিকেটার লেখেন, ‘আমি খুবই গর্বের সাথে আপনাদের জানাচ্ছি যে, কনফিডেন্স গ্রুপ সাকিব আল হাসান ফাউন্ডেশনের সাথে এক হয়ে সর্বমোট ২০ লাখ টাকার একটি ফান্ড গঠনে সহায়তা করেছে। ফান্ডের এই অর্থ দিয়ে দেশের বেশ কিছু স্বনামধন্য হাসপাতাল ও মেডিকেল ইনস্টিটিউটে কিট সরবরাহ করা হবে। আমি কনফিডেন্স গ্রুপের সাথে একজোট হয়ে মানুষের জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে আরও কাজ করার ইচ্ছা প্রকাশ করছি।’

এছাড়া এই ক্রিকেটার গেল শনিবার নিজের ফাউন্ডেশন গঠনের ঘোষণা দিয়ে ‘মিশন সেভ বাংলাদেশ’ নামক এক ক্যাম্পেইন শুরু করেছিলেন সাকিব। এই ক্যাম্পেইনে এখনও পর্যন্ত ৩৮ লাখ ৬৪ হাজার ৫৭৯ টাকা অনুদান সংগ্রহ করা হয়েছে। যা দিয়ে ২৫০০’র বেশি পরিবারকে সহায়তা করা হচ্ছে।

Leave a Comment