অন্যান্য

করোনার কাছে হেরে গেলেন লেফটেন্যান্ট কর্নেল আজিম

দেশরক্ষার কাজে নিজের প্রাণ দিতেও দ্বিধাবোধ না করা সেনাবাহিনীর এক পদস্থ কর্মকর্তা হেরে গেলেন করোনার সাথে লড়াইয়ে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুল আজিম।

লে. কর্নেল আনোয়ারুল আজিমের পারিবারিক সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

করোনা আক্রান্ত হওয়ার পর প্রথম দিকে চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২৬ জুন তাকে চট্টগ্রাম থেকে ঢাকা সিএমএইচে স্থানান্তরিত করা হয়।

চট্টগ্রাম জেলার সন্দ্বীপের মগধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজ উল্লার ছেলে লে. কর্নেল আনোয়ারুল আজিম রোহিঙ্গা সংকটের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক ছিলেন। এছাড়াও বিজিবির চট্টগ্রাম রিজিউনের লজিস্টিক অফিসার হিসেবেও দায়িত্বরত ছিলেন তিনি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান চট্টগ্রাম প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করতে পারেননি। তিনি জানান, বিষয়টি নিশ্চিত হলে আমরা বিজ্ঞপ্তি পাঠাবো। এর আগে কিছুই বলতে পারছি না।

সূত্র: চট্রগ্রাম প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *