কখন অবসর নেবেন, জানালেন রোহিত

ঘরের মাটিতে গত ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আলোচনা ছিল তারকা ওপেনার বিশ্বকাপ শেষে অবসর নিতে পারেন। সেটি হয়নি, বরং আসছে জুনে টি-টুয়েন্টি বিশ্বকাপেও অধিনায়কের দায়িত্ব সামলাবেন রোহিত। পরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে দলকে শিরোপা জিতিয়ে ক্রিকেটকে বিদায় জানাবেন, দিয়েছেন এমন ইঙ্গিত।

আরো পড়ুনঃ দুই ম্যাচ নিষিদ্ধ রোনালদো

আইপিএল কেন্দ্রিক এক অনুষ্ঠানে অবসর সম্পর্কে রোহিত বলেছেন, এখনও খেলার অনুপ্রেরণা পান। বলেছেন, ‘সত্যি কথা বলতে অবসর সম্পর্কে এখনও কিছু ভাবিনি। কিন্তু, আমি জানি না জীবন আমাকে কোথায় নিয়ে যাবে।’

‘এ সময়ে এখনও ভালো খেলছি, সুতরাং চিন্তা করছি আরও কিছু বছর খেলা চালিয়ে যাব, তারপর আর জানি না। সত্যিই বিশ্বকাপ জিততে চাই এবং ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চাই, আশা করছি ভারত সেটা করতে পারবে।’

২০২৩ বিশ্বকাপে হার নিয়ে ৩৬ বর্ষী রোহিত বলেছেন, ‘৫০ ওভারের বিশ্বকাপ আমার কাছে প্রকৃত বিশ্বকাপ। আমরা বিশ্বকাপ দেখতে দেখতে বড় হয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হয়েছে ঘরের মাঠের দর্শকের সামনে। ফাইনালের আগপর্যন্ত আমরা বেশ ভালো খেলেছি। যখন সেমিফাইনাল জিতলাম, আমার মনে হচ্ছিল আমরা সঠিক পথেই আছি।’

‘কোন বিষয়টির জন্য আমরা বিশ্বকাপ হারাতে পারি? এমন একটা কথাও মাথায় আসেনি। কারণ ভেবেছিলাম আমরা সঠিক পথে আছি, ভালো ক্রিকেট খেলছি। আত্মবিশ্বাস ছিল।’

Leave a Comment