কক্সবাজারে রোহিঙ্গাসহ আরও ২২ জন করোনা পজিটিভ

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নতুন করে আরও ২২ জন করোনা পজিটিভ হয়েছেন।

রোববার (১৭ মে) ১৮৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২২ জন। এছাড়া আরও এক পুরনো রোগীর রিপোর্টও পজিটিভ এসেছে।

নতুন আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৯ জন, পেকুয়া উপজেলায় ১ জন, উখিয়া উপজেলায় ৪জন, রোহিঙ্গা শরণার্থী ১জন বান্দরবানের লামা উপজেলায় ১জন এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৬ জন। বাকী ১৬১ জনের রিপোর্ট ‘নেগেটিভ’।

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে কক্সবাজার জেলায় ১৭মে পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯০ জনে।

এরমধ্যে চকরিয়া উপজেলায় ৬০, কক্সবাজার সদরে ৫০, পেকুয়া ২৪, মহেশখালী ১২, উখিয়া ২৬ , টেকনাফ ৭, রামু ৪, কুতুবদিয়া ২ এবং রোহিঙ্গা শরণার্থী ৫ জন। এ পর্যন্ত একজন রোগী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পূর্ব কাউয়ার খোপ গ্রামের মোহাম্মদ আবদুল্লাহর স্ত্রী। কক্সবাজারে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৩৩ জন।

Leave a Comment