এবার করোনা আক্রান্ত নেইমার

ফরাসি লিগে নতুন মৌসুমকে সামনে রেখে প্রস্তুতি চলছে পিএসজির। এরই মধ্যে আসলো বড় দুঃসংবাদ। করোনায় আক্রান্ত হয়েছেন পিএসজির তিন খেলোয়াড়। তারা হলেন নেইমার, ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেস।

বুধবার (০২ সেপ্টেম্বর) ফরাসি ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, পিএসজির তিন খেলোয়াড় করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েছেন। যদিও ক্লাব আক্রান্ত খেলোয়াড়দের নাম প্রকাশ করেনি।

ফ্রেঞ্চ সংবাদমাধ্যম লে’কিপে সোমবার জানিয়েছিল ডি মারিয়া ও পারেদেসের কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা। তখন থেকেই নেইমার, নাভাসসহ আরও কয়েকজন পর্যবেক্ষণে ছিলেন। প্রত্যেকে এখন আইসোলেশনে আছেন।

নাভাসের সঙ্গে এখন শঙ্কায় আছেন আন্দ্রে হেরেরা ও মাউরো ইকার্দি। নতুন মৌসুম শুরুর আগে বড় ধাক্কাই খেল লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। আসছে ১০ সেপ্টেম্বর লিগ টাইটেল ধরে রাখার মিশন নামার অপেক্ষায় পিএসজি।

পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, আক্রান্ত তিন খেলোয়াড়কে এখন স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় চিকিৎসা এবং পর্যবেক্ষণে রাখা হবে। তবে যেহেতু শিবিরে করোনার হানা পড়েছে, তাই বাকি খেলোয়াড়দেরও সামনের দিনগুলোতে করোনা পরীক্ষা করে তবেই ছাড়পত্র নিতে হবে।

Leave a Comment