ঈদের দিনের আবহাওয়া কেমন থাকবে

তীব্র তাপদাহে পুড়ছে দেশ। ইতিমধ্যেই তাপমাত্রার পূর্বের সকল রেকর্ডই ভেঙেছে। এর মধ্যেই আর কয়েকদিন পরই দেশে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। কেমন থাকবে ঈদের দিনে আবহাওয়া? সেইদিন কি বৃষ্টি থাকবে নাকি গরমের তীব্রতা থাকবে খুব বেশি?

চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী শনিবার কিংবা রোববার দেশে পবিত্র ঈদুল ফিতার উদযাপিত হতে পারে। ঈদের সময়ে সারা দেশে বিচ্ছিন্নভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ আব্দুল মান্নান এ তথ্য জানান।

তিনি বলেন, চলমানা তাপপ্রবাহের প্রভাব ঈদের সময়ও থাকবে। তবে ঈদের সময় তাপমাত্রা এতটা বেশি থাকবে না। অনেকটাই কমে যাবে। ইতোমধ্যে তাপমাত্রা কমতে শুরু করেছে। বাংলাদেশের অভ্যন্তরে মেঘের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। সে অর্থে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে।’

ঈদের সময়ে দেশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘২৩ ও ২৪ এপ্রিল বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বায়ুমন্ডলে জলীয়বাষ্পের উপস্তিতি বেড়েছে। এই কারণে বৃষ্টি হলেও ভ্যবসা গরমের অনুভূতি থেকেই যাবে। সব মিলিয়ে ঈদের সময়ে সারা দেশেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘২৩ ও ২৪ এপ্রিল ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি থেমে গেলে যখন রোদ উঠবে তখন আবার গরমের অনুভূতি বাড়বে। এ সময় বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস ও বজ্রপাত থাকবে। দেশের উত্তর, উত্তর পূর্বাঞ্চলে এবং মধ্যাঞ্চলে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *