ইউপি নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে মেম্বার প্রার্থীর ভাই নিহত

দুই পক্ষের সংঘর্ষে মেম্বার প্রার্থীর ভাই নিহত।

কক্সবাজার সদর উপজেলায় ইউপি নির্বাচনের ভোট চলাকালীন সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ সময় ৬ জন আহত হয়েছেন।

এ ঘটনা ঘটে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়ায়।

খুরুশকুল ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী (বর্তমান মেম্বার) শেখ কামালের ছোট ভাই নিহত আক্তারুজ্জামান পুতু (৩৫)।

প্রত্যক্ষদর্শী ওমর ফারুক জানান, বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে ভোট চলাকালীন ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী বাবুলের সমর্থকরা ব্যালট পেপার আলাদা করে সিল মারার চেষ্টা করলে অপর মেম্বার প্রার্থী শেখ কামালের ভাই আকতারুজ্জামান বাধা দেয়।

একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আকতারুজ্জামান গুলিবিদ্ধ হম। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ সময় চট্টগ্রাম নেওয়ার পথে মারা যান তিনি।

এই তথ্য নিশ্চিত করে কক্সবাজার র‍্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, মেম্বার প্রার্থী শেখ কামালসহ কয়েকজন আহত হন এ ঘটনায়। আকতারুজ্জামান হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *