আয়া সোফিয়ায় জুমা আদায়ে হাজারো মুসল্লি

ঐতিহাসিক আয়া সোফিয়ায় জুমার নামাজ আদায়ে উপস্থিত হয়েছেন হাজারো মুসল্লি। করোনা সংক্রমণরোধে সামাজিক দূরত্ব মেনে মসজিদসহ এর আশপাশের এলাকায় অংশ নিয়েছেন তারা। জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে ৮৬ বছর পর পুনরায় মসজিদে ফিরছে আয়া সোফিয়া।

বৃহস্পতিবার তুরস্কের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, আয়া সোফিয়ায় নামাজ পরিচালনার জন্য ৩ জন ইমাম নিযুক্ত করেছেন। আজান প্রদানের জন্য মুয়াজ্জিন হিসেবে নিয়োগ পেয়েছেন ৫ জন।

ইস্তাম্বুল বিজয়ের আগ পর্যন্ত ৯১৬ বছর আয়া সোফিয়া গির্জা ছিল। ১৪৫৩ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত প্রায় ৫০০ বছর মসজিদ ছিল।

১০ জুলাই তুরস্কের আদালত ১৯৩৪ সালে আয়া সোফিয়াকে জাদুঘর বানানোর ডিক্রি বাতিল করে মসজিদে ফিরিয়ে আনার রায় দেন। যার মাধ্যমে আয়া সোফিয়াকে আবারো মসজিদে রূপান্তরের সুযোগ তৈরি হয়। জাদুঘরে রূপ দেয়ার আগে ৫০০ বছর স্থাপনাটি মসজিদ ছিল।

Leave a Comment