অন্যান্য

পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহত, তদন্ত শুরু হচ্ছে মঙ্গলবার থেকে

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পুলিশের গুলিতে সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মো. রাশেদ নিহত হওয়ার ঘটনার তদন্ত মঙ্গলবার (৪ আগস্ট) থেকে শুরু হতে পারে। এমনটাই জানিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

তিনি বলেন, তদন্ত দলের প্রধান চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান মঙ্গলবার সকালে কক্সবাজার পৌঁছার কথা রয়েছে।

এদিকে স্বশরীরে ঘটনা সম্পর্কে অবহিত হতে কক্সবাজার অবস্থান করা পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক সোমবার (৩ আগস্ট) বিকেলে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুরের সেই ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তাঁর সাথে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. জাকির হোসেন ও কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গত শুক্রবার (৩১ জুলাই) রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পুলিশ চেকপোস্টে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকত আলীর গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *