অন্যান্য

নগরীর কোট হিল রোডে টিপ ছোরা ও চাপাতিসহ আটক ৪

চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন কোট হিল রোড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২টি ষ্টিলের চাপাতি ও ২টি ষ্টিলের টিপ ছোরাসহ ৪ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারী) দুপুর ১২টা ৪০ মিনিটের সময় তাদের আটকের বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন।

গ্রেফতারকৃতঃ ১। মোঃ শাহ আলম (৪৮), পিতা- মৃত আমির হামজা, মাতা- সুফিয়া খাতুন, স্ত্রী- বিবি মরিয়ম, সাং- মাষ্টার হাট, শিকলবাহা, শামছু মেম্বারের বাড়ী, থানা- কর্ণফুলী, জেলা- চট্টগ্রাম, ২। মোঃ সেলিম প্রঃ বাইশ আঙ্গুল সেলিম (৩৯), পিতা- মোঃ ইউসুফ, মাতা- মোছাঃ হাফেজা বেগম, স্ত্রী- পারুল বেগম, সাং- চর চাকতাই নতুন মসজিদ পাকির বাপের বাড়ী, থানা- বাকলিয়া, জেলা- চট্টগ্রাম, ৩। মোঃ কামাল হোসেন (৪২), পিতা- মৃত আরু মিয়া প্রঃ হারু মিয়া, মাতা- সাফেয়া বেগম, স্ত্রী- পারুল বেগম, সাং- জাহাপুর (মোল্লা বাড়ী), থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা, বর্তমানে- মিয়াখাঁন নগর, লতিফ সওদাগরের বিল্ডিং ২য় তলা, থানা- বাকলিয়া, জেলা- চট্টগ্রাম, ৪। জানে আলম (৫১),পিতা- মৃত মোঃ আমির হামজা, মাতা- সুফিয়া খাতুন, স্ত্রী- হোছেন বানু, সাং- সাং- মাষ্টার হাট, শিকলবাহা, শামছু মেম্বারের বাড়ী, থানা- কর্ণফুলী, জেলা- চট্টগ্রাম।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মোঃ মঈনুর রহমান এর নেতৃত্বে কোতোয়ালী থানাধীন কোট হিল রোড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২টি ষ্টিলের চাপাতি, ২টি ষ্টিলের টিপ ছোরা সহ মোঃ শাহ আলম (৪৮), মোঃ সেলিম প্রঃ বাইশ আঙ্গুল সেলিম (৩৯), মোঃ কামাল হোসেন (৪২), জানে আলম (৫১)কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, ধৃত আসামী মোঃ শাহ আলম এর বিরুদ্ধে বিভিন্ন ধারায় ৭টি মামলা রয়েছে। তার মধ্যে কোতোয়ালী থানায় ৬টি এবং ১টি হাটাহাজারী থানায়। ধৃত আসামী মোঃ সেলিম প্রঃ বাইশ আঙ্গুল সেলিম (৩৯) এর বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। এরমধ্যে কোতোয়ালী থানায় ২টি, হালিশহর থানায় ১টি এবং বাকলিয়া থানায় ১টি মামলা রয়েছে। এছাড়াও ধৃত আসামী মোঃ কামাল হোসেন (৪২) এর বিরুদ্ধে সিএমপি বাকলিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১টি মামলা আছে। তারা সবাই পেশাদার অপরাধী বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *