আজকের সোনার বাজার

করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী অর্থনীতির বিভিন্ন খাতে বিনিয়োগ স্থবিরতার মধ্যে কয়েক দফা রেকর্ড ভেঙে গেল জুলাইয়ে এ পর্যন্ত দামের সর্বোচ্চ চূড়া ছুঁয়ে ফেলে সোনা। তবে, আগস্ট জুড়েই বিশ্ববাজারে কমতে দেখা গেছে সোনার দাপট। আর চলতি মাসের শুরু থেকেই অল্প ওঠানামার মধ্যে নিরুত্তাপ রয়েছে এই ধাতু।

গোল্ডপ্রাইসের পরিসংখ্যানে দেখা যায়, ১ সেপ্টেম্বর আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনা ১৯৬৭ থেকে ১৯৬৯ ডলারের মধ্যে বেচাকেনা হয়। এর পরের দুদিন টানা দরপতনের মুখে ৩ সেপ্টেম্বর ১৯৩০ থেকে ১৯৪২ ডলারে হাত বদল হয় প্রতি আউন্স সোনা।

তবে, সেদিন যে দামে শেষ হয় বেচাকেনা পরদিন অবশ্য (৪ সেপ্টেম্বর) দামের ব্যাপক ওঠানামা থাকলেও উর্ধমুখী প্রবণতা দেখায় বাজারে। এদিন, প্রতি আউন্স সোনা বেচাকেনা হয় ১৯৩০-১৯৩২ ডলারের মধ্যে। পরদিনই (৭ সেপ্টেম্বর) আবার দরপতনের মুখে পড়ে সোনার দর থাকে ১৯২৯ থেকে ১৯৩২ ডলারের মধ্যে। তবে, ৮ সেপ্টেম্বর আবার উর্ধমুখী প্রবণতা নিয়ে বাজারে রয়েছে উজ্জ্বল এই ধাতুটি।

Leave a Comment