অন্যান্য

অবৈধ অবস্থানের দায়ে ভোটকেন্দ্রে মহিলা মেম্বার আটক

ভোটকক্ষে অবৈধ অবস্থানের দায়ে মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের কলাইডাঙ্গা ভোটকেন্দ্রে সুফিয়া খাতুন নামের একজনকে আটক করা হয়েছে।
আজ বুধবার (১৫ জিুন) সকাল সাড়ে দশটার দিকে ভোটকেন্দ্রের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত তাকে আটক করেন। আটক সুফিয়া খাতুন গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য এবং বারাদি ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মমিনুল ইসলামের ঘনিষ্ঠজন।

জানা গেছে, সুফিয়া খাতুন নৌকায় প্রকাশ্যে ভোট দেওয়ার জন্য ওই ভোট কেন্দ্রের ভোট কক্ষে প্রবেশ করে  ভোটারদের চাপ প্রয়োগ করেছিলেন। কেন্দ্রে কর্মরত পুলিশ সদস্যরা এসময় তাকে বাধা দেয়। পরে খবর পেয়ে তাকে  ভ্রাম্যমাণ আদালত আটক করে পুলিশ হেফাজতে দেয়।

প্রসঙ্গত, ভোটগ্রহণ হচ্ছে ইভিএম পদ্ধতিতে।  মেহেরপুর পৌরসভা ও সদর উপজেলার আমঝুপি, বারাদী, পিরোজপুর এবং শ্যামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

এলাকার ভোটাররা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও নির্বাচন কমিশনের কঠোরতায় সুষ্ঠু, সুন্দর পরিবেশে ভোট প্রদান করছেন।

Selahaddin
HACKED BY ZYN3V4N / AYYILDIZ TİM TÜRKLERLE DOST OL DÜŞMAN OLMA!
https://t.me/pump_upp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *