খেলাধুলা

সিলেটে মাঠে ডুকার আগেই পড়ে গেলো পাপন!

সিলেটের মাঠে প্রায় প্রতি মিনিটে দেখা যায় গ্যালারী ভর্তি দর্শক। বিপিএলের প্রতি সিলেটবাসীর আগ্রহ থাকলেও বিভিন্ন অনিয়মের কারণে সিলেটে খেলা হয়ে থাকে অনেক কম। তাইতো ভক্ত সমর্থকদের আক্ষেপের শেষ নেই। এমনকি সিলেটের মাঠে গ্যালারী ভর্তি দর্শক থাকলেও মাঠে আসেনি কোন বিসিবি কর্মকর্তা।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে যেমন দেখা যায় নি, তেমনি দেখা যায় নি গভর্নিং কাউন্সিলের কোন কর্মকর্তাকেও। অনেকে মজা করে বলেন, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম যেন বিসিবির সৎ সন্তান। আর সব সময় খেলা হয় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, ফলে দিনদিন খারাপ হচ্ছে মিরপুরের উইকেট। মিরপুর স্টেডিয়ামের সুযোগ থাকেনা একটু বিশ্রামের। তবে বিপিএল সিলেটের মাঠে আজকে ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঢাকা ডমিনেটরস ও রংপুর রাইডার্সের ম্যাচ শুরু হওয়ার আগে সিলেট মাঠে এসে পৌঁছান বিসিবি বস নাজমুল হাসান পাপন।

কিন্তু তিনি মাঠে ডুকার আগে হঠাৎ করে সবার সামনে পড়ে যান। ওনার সামনে ছিল বড় দেয়াল। ফলে বড় ধরনের বিপদের সম্ভাবনা ছিল। কিন্তু তিনি অল্পের জন্যে বেচে গেলেন। এসময় উপস্থিত সবাই তাকে ধরে উঠান এবং রেস্টের ব্যবস্থা করেন।

salauddin
https://t.me/pump_upp
https://t.me/pump_upp

Leave a Reply

Your email address will not be published.