ইন্ডিয়ায় ক্ষমতাশীন দল কর্তৃক ব্যাপক মুসলিম হ’ত্যা উচ্ছেদ ও মাজার-মসজিদ-বাড়ীতে হাম’লা অ’গ্নিসং’যোগের প্রতিবাদে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ ঢাকা মহানগর শাখার উদ্যোগে ঢাকা প্রেস ক্লাব প্রাঙ্গনে আজ শুক্রবার এক বিরাট মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত এর দিক নির্দেশনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন জনাব শেখ রায়হান রাহবার। বক্তব্য রাখেন আল্লামা আবু আবরার চিস্তি, আহমদ শাহ মোর্শেদ, আওয়াল কাদেরী, শেখ হানিফ, মাওলানা গোলাম ছাদেক, মাঈনুল বারী, এডভোকেট শাকের হোসেন, অধ্যাপক মারুফ উদ্দিন, অধ্যাপক মোকাররম হোসেন, আশরাফুল আলম, এডভোকেট মাঈনুদ্দিন টিটু এডভোকেট শারমিন সুলতানা, এডভোকেট তানিয়া তানজিম।
মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তাগণ বলেন, একক ধর্মের নামে বা একক জাতীয়তাবাদি একক গোষ্ঠীবাদি রাষ্ট্র মানবতার বিরুদ্ধে সর্বনিকৃষ্ট অপরাধ। তাঁরা বলেন, জীবন স্রষ্টার যা কেউ হরণ করতে পারে না, কোন রাষ্ট্র এক ধর্ম এক জাতির নয়, রাষ্ট্র ও দুনিয়া এবং সম্পদ সব মানুষের।
বক্তাগণ বলেন, মহান রাসুলের নির্দেশিত জীবনের মালিক একমাত্র স্রষ্টা, কেউ কাউকে খু’ন করতে পারে না। তাঁরা বলেন, গোষ্ঠীবাদি খু’নি সাম্প্রদায়িক হিং’স্র পাশবিক অপরাজনীতি বর্জন করে সব মানুষের কল্যাণে মানবতার রাজনীতি করতে হবে।
বক্তাগণ সব মানুষের নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র খেলাফতে ইনসানিয়াতের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।