ফেনী

ফেনীতে করোনা পরিস্থিতিতে আরো ১শ মে.টন চাল দেবে সরকার

সাম্প্রতিক করোনা পরিস্থিতি মোকাবেলায় ফেনী জেলায় আরও ১শ মেট্টিক টন চাল দিয়েছে সরকার। বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসুচী-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো: শাহাজাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জেলায় চালের পাশাপাশি ৬ লাখ টাকা ও শিশু খাদ্যের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ পর্যন্ত ১ হাজার ৩শ ৪৮ মেট্টিক টন চাল, ৪৯ লাখ ৯৮ হাজার ২শ ৬৪ টাকা, শিশু খাদ্যের জন্য ৬ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান জানান, টাকা ও চাল সমভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *