চট্টগ্রামে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মফিজ আহমেদ (২৮) নামে এক যুবকের মারা গিয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে চট্টগ্রামের জেনারেল হাসপাতালের আইসোলেশনে ইউনিটে তার মৃ. ত্যু হয়। মফিজ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চেচুরিয়া গ্রামের বাসিন্দা।
চটগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, বৃহস্পতিবার ভোরে মফিজ আহমেদের মৃ, ত্যু হয়। তার কিডনিসহ আরও কিছু সমস্যা ছিল। পাশাপাশি তিনি জ্বরে আক্রান্ত ছিলেন।
তিনি আরও বলেন, বুধবার সকালে মফিজ আহমেদকে হাসপাতালে আনা হয়। ওইদিন তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে এখনো রিপোর্ট পাওয়া যায়নি।
উল্লেখ্য, ইতোমধ্যে চট্টগ্রামে ৩২ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে শিশুসহ চারজন মা, রা গেছেন। আক্রান্তদের মধ্যে পুলিশ, গার্মেন্টস শ্রমিকও রয়েছেন। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও বিআইটিআইডি হাসপাতালে এসব রোগীর চিকিৎসা দেয়া হচ্ছে।