এশিয়ার বাইরে অনন্য ইতিহাস গড়লো টাইগাররা

দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথম টেস্টে টসে জিতে বাংলাদেশ আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড কে ব্যাট করতে। ডেভন কনওয়ের সেঞ্চুরিতে ভর করে ৩২৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। নিজেদের মাটিতে এর আগে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে এত কম রানে কখনওই গুটিয়ে যায় নি তারা।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩য় দিনের খেলা শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে লিটন ও মমিনুলের ব্যাটে ভর করে ৭৩ রানের লিড পেয়েছে বাংলাদেশ। মমিনুল ৮৮ ও লিটন করেন ৮৬ রান।

২য় দিনে ১৫৩ রানে পিছিয়ে থাকে বাংলাদেশ। বাংলাদেশকে ভালো শুরু এনে দেয় ওপেনাররা। যদিও সাদমান টিকতে পারেন নি বেশি সময় তবে জয় ও শান্তর ব্যাটে এগিয়ে যেতে থাকে টাইগাররা। শান্ত ৬৪ রান করে বিদায় নিলেও বাকি সময় পার করে মমিনুল ও জয়।

তবে ৩য় দিনে যেন আরও দুর্দান্ত বাংলাদেশ। শুরুতে জয় ও মুশফিক কে হারালেও বড় সংগ্রহের দিকে বাংলাদেশ কে এগিয়ে নিতে থাকেন মমিনুল হক ও লিটন দাস। অর্ধশতক তুলে নেন দুজন তারকা ব্যাটসম্যানই।

তাদের ব্যাটে ভর করেই লিড আসে বাংলাদেশের। যা এশিয়ার বাইরে এই প্রথম ২য় ইনিংসে ব্যাট করতে গিয়ে লিড পায় বাংলাদেশ। দুজনে মিলে গড়েন ১৫৮ রানের পার্টনারশিপ। তাদের জুটি ভাঙে মমিনুল ৮৮ রানে ট্রেন্ট বোল্টের বলে আউট হয়ে ফিরে গেলে।

সেঞ্চুরির পথে এগিয়ে যান লিটনও। তবে তিনিও দেখা পান নি সেঞ্চুরির। তাকেও আউট করে দেন বোল্ট, তার ব্যাটে আসে ৮৬ রান। দিনের বাকি অংশ অবশ্য নিরাপদেই কাটিয়ে দেন মিরাজ ও ইয়াসির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *