অন্যান্য

চট্টগ্রামে অনলাইনে জুয়া খেলার অভিযোগে গ্রে’প্তার ১৬

চট্টগ্রামে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে জুয়া খেলার অভিযোগে ১৬ জনকে গ্রে’প্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রে’প্তা’রকৃতরা হলেন- মো. শিপু (৩২), ইমান আলী মিঠু (৩০), আমজাদ হোসেন রুবেল (২৯), মো. ইদ্রিস (৪০), মো. শাহ আলম (৩১), মো. ওসমান (৩৭), আব্দুল সফুর ওরফে নয়ন (৩০), মো. রানা (২৬), বিপ্লব চৌধুরী (৩২), মো. রায়হান ইসলাম (৩১), মো. ফারুক (২৫), বেলাল উদ্দিন (২৭), মো. সানি (২৩), রাজু বনিক (২০), আব্দুল ওয়াহেদ (২৬), নজরুল ইসলাম (৩০)।

নগরীর রিয়াজউদ্দিন বাজারস্থ নুপুর মার্কেটের পাখি গলি থেকে বুধবার রাতে তাদের গ্রে’প্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রে’প্তা’রকৃতরা দৈনন্দিন আয় রোজ গার শেষে জড়ো হয় অনলাইন ভিত্তিক ওয়েবসাইট নবঃ ৩৬৫ এর মাধ্যমে বিভিন্ন খেলার বাজি ধরার জন্য; জায়গা হিসাবে বেছে নেয় রিয়াজউদ্দিন বাজারের নুপূর মার্কেটের পাখি গলির ভিতরে বন্দর বিতানের নীচ তলায় ইদ্রিসের ভাতের হোটেল।

ভাত বিক্রির আড়ালে মূলত সেখানে চলে অনলাইনে হার জিতের জুয়া খেলা। প্রতিদিন গড়ে এক এক জুয়াড়ীকে গুনতে হয় ৫ থেকে ১০ হাজার টাকা।

গ্রে’প্তার ১৬জনকে আদালতের মাধ্যমে কা’রাগারে পাঠানো হয়েছে জানিয়ে কোতোয়ালি থানার এসআই সজল দাশ বলেন, এরা অনলাইনের মাধ্যমে জুয়া খেলে দেশের টাকা বিদেশে পাচার করছে, যা ডিজিটাল সিকিউরিটি আইনের ৩০ ধারা অনুযায়ী অপরাধ।বিভিন্ন শ্রেণি পেশার লোকজন পাখি গলিতে গ্রে’প্তার ইদ্রিসের ভাতের হোটেলে জড়ো হত। সেখানে বসে তারা অনলাইনে জুয়া খেলত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *