২৩ বাংলাদেশী জেলেকে তুলে নিল মিয়ানমার সেনাবাহিনী

চারটি ট্রলারসহ ২৩ বাংলাদেশিকে ‘ধরে নিয়ে গেছে’ মিয়ানমার নৌবাহিনী।

চারটি মাছ ধরা নৌকাসহ ২৩ মাঝিমাল্লাকে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা কক্সবাজারের সেন্টমার্টিনে জলসীমা হতে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ট্রলার মালিকরা। অপহৃত ৪টি ফিশিং ট্রলারের মালিকরা সেন্টমার্টিনের বাসিন্দা।

সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান আলহাজ নুর আহমদ অপহৃত ট্রলারের মালিকদের বরাতে জানান, সেন্টমার্টিনের বাসিন্দা আজিম আহমদের মালিকানাধীন ট্রলারের ৭ জন, নুরুল আমিনের মালিকানাধীন ট্রলারের ৪ জন, দক্ষিণ পাড়ার হোছন আহমদের মালিকানাধীন ট্রলারের ৬ জন, মো. ইউনুসের মালিকানাধীন ট্রলারের ৬ জন মাঝিমাল্লারা বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় সাগরে জাল ফেলে মাছ শিকার করছিল।

মিয়ানমারের নৌবাহিনী সকাল ১১টার দিকে স্পিডবোটযোগে এসে প্রথমে আজিম আহমদ ও নুরুল আমিনের মালিকানাধীন ২টি ফিশিং ট্রলারসহ ১১ জন মাঝিমাল্লাকে ধরে নিয়ে যায়।

পরে আবার হোসেন আহমদ ও মো. ইউনুসের মালিকানাধীন ২টি ট্রলারসহ ১২ জন মাঝিমাল্লাকে দুপুর সাড়ে ১২টায় ধরে নিয়ে যায়। বিষয়টি কোস্টগার্ড, বিজিবি ও বাংলাদেশ নৌবাহিনীকে অবহিত করা হয়েছে।

কোস্টগার্ড সূত্র জানায়, একটা অভিযোগ এসেছে আমাদের কাছে। আমরা সেটা যাচাই বাছাই করছি। একইসাথে আমরা বাংলাদেশে দূতাবাসের মাধ্যমে মিয়ানমারে যোগাযোগ করছি। ইতিমধ্যে আমরা সেখানে মেসেজ দিয়েছি। বিষয়টি যদি সঠিক হয়ে থাকে তাহলে তাদের ফিরিয়ে আনা হবে।

Leave a Comment