অন্যান্য

স্থল নিম্নচাপে পরিণত আম্পান

ঘূর্ণিঝড় আম্পান স্থল নিম্নচাপে পরিণত হয়ে আরও উত্তর-পূর্ব দিকে সরে গেছে। ইতিমধ্যে সব বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সারা রাত তাণ্ডব চালানোর পর ঘূর্ণিঝড় আম্পান এখন একেবারেই দুর্বল হয়ে গেছে।

এ সময় তিনি আরও বলেন, স্থল নিম্নচাপে পরিণত হয়ে আম্পান সকাল পৌনে ৯টার দিকে রংপুর অঞ্চলের দিকে অবস্থান করছিল। এটি আরও উত্তর-পূর্ব দিকে সরে যাবে।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যাওয়ায় মোংলা, পায়রা সমুদ্রবন্দরসহ যেসব এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত ও ৯ নম্বর বিপদ সংকেত ছিল, সেটি তুলে ফেলা হয়েছে। তার পরিবর্তে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *