নগরীর রেড জোনে দোকান খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও স্বাস্থ্যবিধি না মানায় চার দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নগরীর চকবাজারের কাঁচা বাজারে ও লকডাউনে থাকা উত্তর কাট্টলীতে জেলা প্রশাসন পক্ষ থেকে এই অভিযান চালানো হয়।

অভিযানে নগরীর চকবাজারের কাঁচা বাজারে মূল্য তালিকা না থাকায় ও অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করায় সুজন স্টোরকে পাঁচ হাজার টাকা এবং গ্রীন টি স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে আকবর শাহ থানার ১০ নম্বর ওয়ার্ডের রেড জোনে দোকান খোলা রাখায় এবং স্বাস্থ্যবিধি না মানায় এক দোকানদারকে ৩ হাজার টাকা এবং অন্য আরেক দোকানিকে মূল্য তালিকা প্রদর্শন না করায় তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বাজারে উপস্থিত ক্রেতা এবং বিক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়। সূত্র: দৈনিক পূর্বকোণ

Leave a Comment