রাজধানীতে ছিনতাইকারী ধরতে র‌্যাবের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার অর্ধশতাধিক

রাজধানীতে ছিনতাইকারী ধরতে র‌্যাবের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার অর্ধশতাধিক

ঈদুল ফিতরকে সামনে রেখে সম্প্রতি রাজধানীজুড়ে বেড়েছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। এমন পরিস্থিতি সামাল দিতে সাঁড়াশি অভিযানে নেমেছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ইতোমধ্যে অর্ধশতাধিক ছিনতাইকারী ও চোরকে গ্রেপ্তার করেছে তারা।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারস্থ র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন র‍্যাব-৩-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। সোমবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, রাজধানীর বিভিন্ন এলাকা হতে চুরি এবং ছিনতাইকৃত মোবাইল সিন্ডিকেট চক্রের মূলহোতাসহ চোরাই মুঠোফোন কেনাবেচায় জড়িত অর্ধশতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে IMEI নাম্বার পরিবর্তন করার বিভিন্ন সরঞ্জামাদিসহ ১ হাজারেরও বেশি বিভিন্ন ব্র্যান্ডের দেশি বিদেশি মোবাইলফোন, ট্যাব, ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *