মিশরে সরকার পতনের দাবির মিছিলে পুলিশের গুলি

ক্ষমতাধর প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভে অশান্ত মিশর। টানা ষষ্ঠদিনের মতো রাজধানী কায়রোসহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ করে আসছেন ছাত্র, শিক্ষকসহ সর্বস্তরের জনগণ।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি চালালে একজন নিহত হন।

বিক্ষোভের এক ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। বিক্ষোভ থেকে ভেসে আসছে, ‘সিসি তুমি ক্ষমতা ছাড়ো, আমরা ভীত নই’। কাফার সাদ গ্রামের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় কাঁদানে গ্যাস এবং গুলি ছোড়ে নিরাপত্তা সদস্যরা।

আরও পড়ুন: হঠাৎ লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রত্যক্ষদর্শীরা বলছেন, আল বিলদা গ্রামে ২৫ বছর বয়সী সামী বশির পুলিশের গুলিতে নির্মম মৃত্যু হয়। একই সময় তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানায়, মানবাধিকার সংস্থা নাজাদ।

বশিরকে হত্যার ঘটনায় তার পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন দেশটির আলোচিত বিরোধী দলের এক নেতা। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি’র তথ্য মতে, চলমান বিক্ষোভ থেকে অন্তত ৪ হাজার মানুষকে আটক করেছে পুলিশ।

সম্প্রতি সিসি দেশব্যাপী অবৈধ নির্মাণধীন ভবন গুঁড়িয়ে ফেলার পরিকল্পনার পরই নতুন করে বিক্ষোভে ফুঁসে উঠছে সাধারণ মানুষ। এছাড়াও তার নানা ধরনের কর্মকাণ্ডের কারণে দিনের পর দিন ক্ষোভের দানা বেঁধেছে মিশরীয়দের ভেতরে।

কিছুদিন পরপরই প্রেসিডেন্ট সিসি’র বিরুদ্ধে রাজপথে আন্দোলনে নামেন সাধারণ মানুষ।

Leave a Comment