আবাসিক হোটেলে যুবকের লাশ, টেবিলে মিললো বিষের বোতল

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার সিটি গেস্টহাউস নামের আবাসিক হোটেল থেকে তরিকুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার টেবিলে কীটনাশকের বোতলও পেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিটি গেস্ট হাউজের পঞ্চম তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। তরিকুল ১০ নভেম্বর থেকে ওই হোটেলে ছিলেন বলে পুলিশ জানায়। মৃত ২৫ বছর বয়সী এই যুবক বরিশাল জেলার কবির আহমেদের ছেলে। দীর্ঘদিন পরিবারের সাথে সম্পর্কের টানাপোড়ন যাচ্ছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘দুপুরে খবর পেয়ে সিটি গেস্ট হাউজের পঞ্চম তলা থেকে তরিকুল ইসলামের লাশ উদ্ধার করে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

ওসি সাখাওয়াত বলেন, ‘হোটেলের টেবিলে আমরা একটা খাতা পাই। খাতায় তার পরিবারের একাধিক সদস্য মোবাইল নাম্বার লিখে ছিল। খাতার যে পৃষ্ঠায় পরিবারের সদস্যদের মোবাইল নাম্বার লিখে ছিল সেই পৃষ্ঠার নিচে আরবিতে আল্লাহু আকবার লিখাছিল। আমরা ওই মোবাইল নাম্বার সূত্রে তার পিতার সাথে কথা বলি।’

তরিকুল ইসলামের পিতার বরাতে ওসি সদরঘাট আরো বলেন, ‘তরিকুল বিবাহিত ছিল। কোন সন্তান তার নেই। তিনি দীর্ঘদিন পরিবার থেকে আলাদা থেকেছেন। পরিবারের কোনো খোঁজখবর তিনি রাখতেন না। হোটেলের টেবিলের এক পাশে একটি কীটনাশকের বোতল পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে আমরা আত্মহত্যাই ধরে নিচ্ছি তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আগ পর্যন্ত চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।’
source: ctg pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *