অন্যান্য

চট্টগ্রামের রেস্টুরেন্টে ‘জাপানি’ কর্মীরা পেটালো ‘কোরিয়ান’কে, চুরির অপবাদ

চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টের সাবেক এক উপজাতি কর্মচারীকে চুরির অপবাদ দিয়ে নির্মমভাবে পিটিয়েছে ওই রেস্টুরেন্টের কর্মচারীরা মিলে। এতে তার ডান চোখ গুরুতরভাবে জখম হয়। এ সময় তারা ওই উপজাতি কর্মচারীকে হত্যা করারও হুমকি দেয়।

তবে এ ঘটনা রেস্টুরেন্টের ভেতর কিংবা এর আশপাশেও নয় বলে দাবি করে রেস্টুরেন্টে পরিচালকরা বলেন, ‘এটি কর্মচারীদের নিজস্ব বিষয়। এনিয়ে রেস্টুরেন্টকে কেন জড়াবেন? সিসিটিভি ফুটেজ দেখলেই বুঝা যাবে পুরো বিষয়টিই সাজানো। রেস্টুরেন্টের ভেতর এ ধরনের কোন ঘটনা হয়নি। অথচ রেস্টুরেন্টের সুনাম নষ্ট করতে একটি সিন্ডিকেট সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা চালাচ্ছে।’ অপপ্রচারের বিষয়ে আইনী পদক্ষেপ নেওয়ার কথাও জানান তারা।

জানা গেছে, রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার মং চিং মারমার ছেলে অং শিমং মারমা (১৯) জীবিকার তাগিদে চট্টগ্রাম শহরে এসে চাকরি নেন জামালখান রহমতগঞ্জ এলাকার জাফরান রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের চাকরি ছেড়ে তিনি দেওয়ানবাজার সাবএরিয়ার আরেকটি মুদি দোকানে চাকরি নেন।

এর মধ্যেই আগের কর্মস্থলের তিন সহকর্মী মিলে তাকে রেস্টুরেন্টে ডেকে নিয়ে চুরির অপবাদ দিয়ে মেরে আহত করেছে উল্লেখ করে অং শিমং মারমা কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেন।

বুধবার (১৮ নভেম্বর) রাতে অং শিমং মারমা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমার সাবেক তিন সহকর্মী অন্তু, জাবেদ ও রিফাত আমাকে ডেকে নিয়ে রেস্টুরেন্টে কোন কথাবার্তা বলা ছাড়াই এলোপাতাড়িভাবে মারতে থাকে। তাদের আঘাতে আমার ডান চোখ জখম হয়। বুকে ও শরীরের বিভিন্ন স্থানে লাথি মারতে থাকে। এছাড়া আমাকে মুক্তি দেওয়ার জন্য টাকা দাবি করে। আমি টাকা না দেওয়াতে তারা দ্বিতীয় দফায় আমাকে মারধর করে এবং আমাকে হত্যা করবে বলে বিভিন্ন হুমকি দেয়।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে রেস্টুরেন্টের পার্টনার বাবুল চৌধুরী বলেন, ‘অং শিমং মারমা আমার রেস্টুরেন্টে কাজ করতো। আমি তাকে কোরিয়ান বলে ডাকতাম, কাউকে চায়নিজ, কাউকে জাপানি। জয়নব কলোনিতে আমার অন্যান্য স্টাফদের সাথে থাকতো ‘কোরিয়ান’ও। আমার এখান থেকে সে না বলে অন্যত্র চাকরি নিয়েছে। আমার সাথে দেনা-পাওনাও মেটানো হয়েছে। কিন্তু স্টাফদের বাসার মালামাল চুরি হয়েছে বলে শুনেছি। তারা এটার জন্য সন্দেহ করেছে কোরিয়ানকে। আমার অন্য পাহাড়ি স্টাফদের সহায়তায় তারা কোরিয়ানকে ডেকে এনে চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকারও করেছে চুরির কথা।’

তিনি আরও বলেন, ‘চুরির কথা স্বীকার করে তারা চুরির জিনিসপত্রের ক্ষতিপূরণও ঠিক করেছিল এক হাজার ২০০ টাকা। সেই টাকা দেওয়ার কথা ছিল দুই দিনের মধ্যে। নির্দিষ্ট দিনে টাকা না দেওয়া কোরিয়ানকে জাপানিসহ মেরেছে বলে আমি শুনেছি।’

বাবুল চৌধুরী বলেন, ‘আমি এখন গ্রামের বাড়ি আনোয়ারায়। শহরে আসলে দেখবো। কারণ চুরি করলেও মারামারির তো সুযোগ নেই। আমরা আছি, আমরা সমাধান করতে না পারলে সেটা প্রয়োজনে থানায় যাবে। মারামারিতে তো ব্যবসায়িক সুনাম যেমন নষ্ট হবে, তেমনি আইনও ভঙ্গ হবে।’

তবে তিনি বলেন, ‘এটি কোন পরিকল্পিত ঘটনা কিনা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের সাথে কোন রকম আলোচনা ছাড়াই কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠানকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছেন। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।’

source: ctg pratidin

Selahaddin
HACKED BY ZYN3V4N / AYYILDIZ TİM TÜRKLERLE DOST OL DÜŞMAN OLMA!
https://t.me/pump_upp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *