মুস্তাফিজের বোলিং সবচেয়ে বেশি ভালো লেগেছে আইপিএলে; জানান মাইকেল ভন

টানা দুই জয়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের যাত্রা শুরু করেছে চেন্নাই সুপার কিংস। দলটির জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন মুস্তাফিজুর রহমান। চলমান আইপিএলে বাংলাদেশের এই পেসারের পারফরম্যান্সই এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভালো লেগেছে মাইকেল ভনের।

আইপিএলের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষ চার উইকেট নেন মুস্তাফিজ। বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, ক্যামেরন গ্রিন এবং রজত পাতিদারকে আউট করে নিজ সামর্থ্যের জানান সেই ম্যাচেই দেন মুস্তাফিজ। দ্বিতীয় ম্যাচেও মুস্তাফিজকে দেখা গেছে চেনা ছন্দে।

আরো পড়ুনঃ তরমুজের পর এবার বয়কটের ডাক আসছে গরুর মাংস এর

তবে এ দিন প্রথম দুই ওভারে কিছুটা খরুচে বোলিং করেন তিনি। দুই ওভারে দেন ২৩ রান। পরে ১৭তম ওভারে রশিদ খান এবং ১৯তম ওভারে রাহুল তেওয়াটিয়াকে ফেরান তিনি। সবমিলিয়ে দুই ম্যাচে ছয় উইকেট নিয়ে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে আছেন মুস্তাফিজ। ওভারপ্রতি রান দিয়েছেন ৭.২১।

এদিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুই ম্যাচেই দুটি করে উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল। আসরে চার উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আছেন রাসেল। মুস্তাফিজের পর রাসেলের বোলিং ভালো লেগেছে ভনের কাছে।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, ‘আপনি ফিজের কথা বলতে পারেন। কারণ সে ‍দুই ম্যাচে ৬ উইকেট পেয়েছে। ছোট করে আমি আন্দ্রে রাসেলের নামটাও যুক্ত করতে চাই। কলকাতার গুরুত্বপূর্ণ সময়ে সে দারুণ বোলিং করেছে। কিন্তু আমি ফিজের কথা বলব। তার বোলিং আমার বেশি ভালো লেগেছে।’

‘এরিক সাইমন (চেন্নাইয়ের বোলিং পরামর্শক) পেসারদের নিয়ে দারুণ কাজ করছে। কারণ তারা বেশিরভাগ সময়ই পেসারদের নিয়ে বোলিংয়ের শুরুটা করে এবং সুইংও পায়।’

সেই অনুষ্ঠানে মাইকেল ভনের সঙ্গে একমত পোষণ করেছেন হার্শা ভোগলেও। ভনের কথা জবাবে ভারতের এই ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক বলেন, ‘হ্যাঁ, দীপক চাহার বল সুইং করাচ্ছে। ফিজকে দেখে মনে হচ্ছে সেও খানিকটা ফিরে এসেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *