মাহফুজুর রহমানের হাতে হারিকেন কেনো?

মাহফুজুর রহমানের হাতে হারিকেন কেনো?

শুরুটা ছিলো ২০১৬ সালের কোরবানি ঈদে। সেই ঈদে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান গায়ক হিসেবে হাজির হোন। প্রথম বছরই তিনি গান গেয়ে হইচই ফেলে দেন। আলোচনা সমালোচনা চলতে থাকে তার গান নিয়ে। সেই যাত্রা আর থামেনি। 

এখন তো ঈদ আয়োজন  এখন ড. মাহফুজুর রহমানের একক গানের অনুষ্ঠান ছাড়া কল্পনা করা যায় না। কারণ ঈদে তার একক গানের অনুষ্ঠান স্রোতামহলে ইস্যু হয়ে উঠে। তার গাওয়া একক গানের অনুষ্ঠান টিআরপিতেও অন্যসব অনুষ্ঠানকে টেক্কা দিয়ে উপরে উঠে আসে।

তিনি আসন্ন ঈদেও নিয়ে আসছেন একক গানের অনুষ্ঠান। এবারের তার একক সঙ্গীতানুষ্ঠানের নাম ‘তুমি আমার প্রেয়সী’। এই তথ্য এটিএন বাংলার এক মেইলবার্তায় জানানো হয়েছে। 

মেইলবার্তায় জানানো হয়েছে অনুষ্ঠানটি ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে।  যাতে মোট ১০টি গান রয়েছে। মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ গানগুলোতে সুরারোপ করেছেন। গানের কথা লিখেছেন শেখ রেজা শানু, নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ।

সম্প্রতি গানগুলো এটিএন বাংলার স্টুডিওতে চিত্রায়ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *